আলু গুড়া
প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন ব্লিচিং এজেন্ট হিসেবে বেশ নামডাক রয়েছে ‘আলু’-র।শুধু খাবারেই নয়,ত্বক চর্চায়ও আলুর উপকারিতা অনস্বীকার্য।
* ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
*চেহারার ময়েশ্চারাইজেশন বজায় রাখে।
* ত্বকের মধ্যে বিদ্যমান ঘৃতকোষ দূর করে।
* ভিটামিন বিভ ত্বকের নতুন কোষ তৈরি করে।
*ত্বকে বিদ্যমান কে ফালো দাগ দূর করে।
ব্যবহার :-
১ চা চামচ আলু গুড়া+১ চা চামচ মুলতানি মাটি+১ চা চামচ টকদই+পরিমাণ মতো পানি/গোলাপজল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।
এটি মুখে এবং গলায় এ্যাপ্লাই করে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন।
Reviews
There are no reviews yet.