স্বাস্থ্যকর জীবন শৈলীর গোড়ার কথাই হল নিজের যত্ন। স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি চুল এবং ত্বকেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তাহলেই চুল এবং ত্বকের নানা সমস্যা থাকবে হাতের মুঠোয়।
বর্তমানে হেয়ার কেয়ার রুটিনে রাসায়নিক প্রোডাক্ট ব্যবহারের বদলে অধিকাংশই প্রাকৃতিক উপাদানের উপরেই বেশি জোর দিচ্ছেন। বিউটি ওয়ার্ল্ডেও প্রাকৃতিক উপাদানের ব্যবহার বাড়ছে। জবা ফুলের মতো একটি প্রাকৃতিক উপাদান চুলের নানা সমস্যার সমাধান করে। জবার ব্যবহারে চুলের জেল্লাও হয় দেখার মতো।
ত্বকে জবা ফুলের গুঁড়া উপকারিতা
আপনার ত্বকের টানটানভাব ধরে রাখতে সাহায্য করে ।জবা ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্য়ান্ট এবং ভিটামিন সি। এই দুই উপাদান আপনার ত্বকে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। ফলে, আপনার ত্বকের জেল্লাও হয় দেখার মতোই। মুখের দাগছোপ মলিন করতে সাহায্য করে।
ত্বকের তৈলাক্ততা ও টক্সিন কমাতেঃ জবা গুড়া পেস্ট করে তাতে মুলতানি মাটির গুড়া ও পানি মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের তৈলাক্ততা থেকে মুক্তি মেলে এবং ত্বকের টক্সিন বের হয়ে যায়। সপ্তাহে ২ থেকে ৫ দিন এই প্যাক ব্যবহার করা যায়
চুলে জবা ফুলের গুঁড়া উপকারিতা
#চুলের কন্ডিশনিং করে।
#চুল পোড়া কমায়।
#চুলে খশকি নিয়ন্ত্রনে রাখে।
জবা ফুলের গুঁড়া এবং হেনা আপনার চুলের জন্যে উপযোগী ভূমিকা পালন করে। চুলকে ময়শ্চারাইজ করে। খুশকিও নিয়ন্ত্রণ করে।
জবা ফুলের গুঁড়া এবংএর সঙ্গে ২ চামচ হেনা পাউডার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।এটি আপনার চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্য়াম্পু করুন।
Reviews
There are no reviews yet.