ব্রাহ্মী এতো উপকারী উপাদান আছে,যা চুল ভালো রাখতে ম্যাজিকের মতো কাজ করে।যেমন, স্ক্যাল্পের নানা সমস্যা ও সমাধান করে, আবার চুলের গোড়া মজবুত করতে ও সাহায্য করে।ব্রাহ্মীতে আছে উপকারী অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান।গবেষণাতে ও এই উল্লেখ পাওয়া গিয়েছে।যা স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য় করে।এছাড়া ও এই সাথে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান।এই গুণ স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে।প্রত্যেকের চুলেই আলাদা আলাদা সমস্যা দেখা যায়।কার ও কার ও ডগা ছেরা চুলের সমস্যা ঠিক হতেই চায় না।তাঁরা কিন্তু এই ব্রাহ্মী ব্যবহারকরতে পারেন।আসলে, অপুষ্টি এবং শুষ্কতা ডগা ছেরা চুলের জন্য দায়ি হয়।যদি নিয়মিত ব্রাহ্মী চুলে মালিশ করতে পারেন, তাহলে আপনার হেয়ার ফলিকল প্রয়োজনীয় পুষ্টি পাবে।এই সমস্যা অনেকটাই সমাধান হবে।ব্রাহ্মী তে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।এছাড়া ও আছে স্যাপো নিনের মতো উপকারী উপাদান।যা আপনার চুলের গোড়া মজবুত করে।চুল ঝরা কমায়।এই তেল পরিমাণ মতো হাতে নিয়ে স্ক্যাল্পে এবং চুলের ডগায় ভালো করে মালিশ করে নিন।উপকার পাবেন।অতিরিক্ত শুষ্ক স্ক্যাল্পে খুশকি হতে পারে।অন্যান্য সংক্রমণ ও বাসা বাঁধতে পারে।তাই সে দিকে খেয়াল রাখার দায়িত্ব আপনার ই।ব্রাহ্মীর গুণে আপনার স্ক্যাল্পে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে।ফলে এই সমস্যা সহজেই কমানো যায়।

ব্রাহ্মী গুঁড়া
Reviews
There are no reviews yet.